সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

ই-পেপার

পিতৃত্বকালীন ছুটি পেলেন কোহলি; অবশেষে দলে রোহিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৮:১৫ অপরাহ্ণ

খেলা ডেস্ক:সকল জল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। এই হার্ডহিটিং ওপেনারকে অদ্ভুত কারণে বাদ দিয়েছিলেন নির্বাচকেরা। অনুমিতভাবেই পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের পরেই তিনি দেশে ফিরবেন। আগামী জানুয়ারিতে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার কথা রয়েছে।

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের তিন ফরম্যাটের দলে সুযোগ হয়নি ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মার। অস্ট্রেলিয়া সফরে যেতে হলে বিসিসিআইয়ের ফিজিওর সামনে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। সরাসরি টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন এই বিধ্বংসী ওপেনার। চলতি আইপিএলে হ্যামস্ট্রিংয়ে সামান্য চোটের কারণে তিনি ৪ ম্যাচ খেলতে পারেননি। তবে শেষ দুই ম্যাচে তিনি খেলেছেন, আগামীকাল ফাইনালেও খেলবেন।

রোহিতের ছাড়াও অস্ট্রেলিয়া গামী ভারতীয় দলে আরও পরিবর্তন হয়েছে। সঞ্জু স্যামসনকে টি-টোয়েন্টি স্কোয়াডের পাশাপাশি ওয়ানডে দলেও আনা হয়েছে। আহত বরুণ চক্রবর্তীর জায়গায় টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন নটরাজন। এদিকে পিতৃত্বকালীন ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন বিরাট কোহলি। তার আবেদন গ্রহণ করা হয়েছে। প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন ভারত অধিনায়ক। তার জায়গায় এখনো অধিনায়ক ঠিক করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর