গোধূলি বেলায়
দ্রুত মিলিয়ে যায় সূর্যটা,
এভাবেই সময়ের স্রোতে
হারিয়ে যায় এক একটা দিন;
ধরে রাখা যায়না তো।
দ্রুত শেষ হয়ে যাচ্ছে
জীবনের শ্বাস প্রশ্বাস!
বাস্তবতার স্রোতে মিশে যায়
ভালোবাসার দীর্ঘশ্বাস।
তবুও এখনো পৃথিবীর আকাশে
স্বপ্নের রঙধনু জেগে ওঠে।
আত্মার মাঝে অনুক্ষণ ফোটে
ভালোবাসার লাল গোলাপ।
নগণ্য সংখ্যক হলেও
এখনো মানুষের জন্যে
জেগে থাকে
মানুষের মনুষ্যত্ববোধ,
কাঁধে হাত রেখে
ভরসা যোগানোর মানুষ
এখনো পৃথিবী থেকে
পুরোপুরি যায়নি হারিয়ে।
তাই নতুন করে
আবার বাঁচতে শেখা।
এক চোখে হতাশা
আরেক চোখে
আশার আলো নিয়ে
হাতছানি দেয় নতুন দিনের ভোর।
CBALO/আপন ইসলাম