মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ (২১) নামে এক যুবক কে গ্রেফতাার করেছে উল্লাপাড়া মডেল পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
উপজেলার বড়হর ইউনিয়নের চর-তেতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে ইয়াকুব ওরফে পলাশ। গত ২৫ সেপ্টেম্বর বড়হরের এক কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ মামলা করেছিল। উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক রিপন কুমার সাহা জানান ধর্ষণ মামলায় অভিযুক্ত ইয়াকুব ওরফে পলাশ দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
CBALO/আপন ইসলাম