জাগ্রত আজ বিশ্ব মোমিন
জাগ্রত বাংলাদেশ।
জাগ্রত হলো দলমত নির্বিশেষে
জাগ্রত বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
জাগ্রত হলো বাংলাদেশ।
আজ ফুঁসে ওঠেছে মোমিন কলব
বিশ্ব জুড়ে হুংকার।
জাগ্রত হলো মুসলিম জাতী
এমনই ইমান দরকার।
আজ বাংলাদেশে এক কাতারে সামিল
ভেদাভেদ ভুলে সব দল।
করতে হবে ইমান মজবুদ
ময়দানে ছুটে চল্।
বিশ্ব জুড়ে আল্লাহু আকবার
জয় জয়কার ধ্বনি।
নবী মোহাম্মদ (সল্লাল্লাহঃ)আর ;
কোরাআনের বাণী শুনি।
জেগেছে ফের মুজাহিদ ;
কোথায় নমরুদ ইসলাম বিদ্বেষীর।
কলম যোদ্ধা আর; মুজাহিদ
কাটতে পারে শীর।
মুজিব রক্তের বাংলাদেশে
ধর্ম যুদ্ধ নয়;।
আমরা মুসলিম আল্লাহ সাহস
কিসের আবার ভয়।
জয় জয় আজ; জয় জয়কার
জয়ের ধ্বনি বাজে।
বিশ্ব জুড়ে ইসলাম হবে
এই কথাটাই সাজে।