বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভবদহের দুর্গতদের অবস্থান কর্মসূচি,আত্মাহুতির ঘোষনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮:৩১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন:

যশোরের ভবদহে জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) চালুর দাবিতে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকার সাধারণ মানুষ। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি চলাকালে বক্তৃতাকালে নেতৃবৃন্দ বলেন, ৭৫ দিন আমরা পানি বন্দী হয়ে আছি আমাদের ফসলের খেত পানির তলদেশে আমদের কেও,মারা গেলে কবর দেওয়া দাহ করা জাইগা নেই ।জনপ্রতিনিধিরা আমাদের সমস্যা কে পুঁজিকরে নিজেদের ভাগ্য পরির্বতন করছেন । তারা আরো বলেন ভবদাহ  অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে এবং তাদের দুর্দশাকে পূঁজি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। যে প্রকল্পে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে। বক্তারা আরো বলেন, অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন করা না হলে দুর্গত এলাকার মানুষ আত্মাহুতি দেবে।

 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইকবাল কবির জাহিদ, রণজিৎ বাওয়ালী, আব্দুল হামিদ গাজী,চৈতন্য কুমার পাল, সুকৃতি রায়, কার্তিক বকসি, ইলিয়াস  হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, অমিতাভ ঠিকাদার, কানু বিশ্বাস, শিবপদ বিশ্বাস, অনিমা ধর, অধ্যপক অনিল কুমুর বিশ্বাস, দেব দত্ত মল্লিক, শিরিন সুলতানা সোহেলী । কর্মসূচিতে একাত্মতা ঘোষনা করে অংসগ্রহন করেন ওয়ার্কাস পার্টি (মার্কস বাদী) যশোর জেলা , সাধারন সম্পাদক জিল্লুর রহমান ভিটু , সি পিপি জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, সি পিপি জেলা নেতা শেখ আলাউদ্দিন,নূরমহাম্নাদ, জেলা (বাসদের)  সমন্বয়ক হসিনুর রহমান, কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান আন্দোলনরতদের উদ্দেশ্যে বলেন, তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর