মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পাকুন্দিয়া সদরে আজ রবিবার (১লা নভেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের নিন্দা জানিয়ে এবং ফ্রান্সে মহানবী (সা.)-এঁর ব্যাঙ্গচিত্র কার্টুনে প্রদর্শনের প্রতিবাদে ধর্মপ্রাণ সর্বসাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। পাকুন্দিয়া উপজেলার ইসলাম প্রিয় তৌহিদী জনতার সর্বস্তরের মুসল্লীর আয়োজনে পাকুন্দিয়া বাজার জামে মসজিদ থেকে মানববন্ধন শুরু করে মিছিলের মাধ্যমে মঠখোলা রোড ও ঈসাখাঁ রোড প্রদক্ষিণ করার পর পাটমহল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা উন্নয়ন ফোরামের সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় পাকুন্দিয়া উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি মো. আব্দুল জব্বাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. মুজীবুর রহমান, বরাটিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আসাদুল্লাহ, মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কাসেম বিপ্লব, মির্জাপুর আলিম মাদরাসার প্রভাষক মাওলানা মাহবুবুল হক ফারুকী, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ কামাল উদ্দিন ও আব্দুস সাত্তার, মাওলানা মুর্শিদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদরাসার রসায়ন বিভাগের প্রভাষক কাজী মো. সাইফুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দিয়া উপজেলার সভাপতি মো. শরীফ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাকুন্দিয়া উপজেলর সেক্রেটারি এস.আই নাজমুল, ডা. মুমতাজ উদ্দিন হেলাল, মির্জাপুর আলিম মাদরাসা সহকারী শিক্ষক (বাংলা) মো. সালাহ উদ্দিন সাইফুল্লাহ, বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ পাকুন্দিয়া উপজেলার সভাপতি মাহবুব আলম ও বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ পাকুন্দিয়া উপজেলার সভাপতি দিদারুল আলম, পাকুন্দিয়া পৌরসভার উন্নয়ন ফোরামের সেক্রেটারি মো. মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ পাকুন্দিয়া উপজেলা সেক্রেটারি হোসাইন মোহাম্মদ ফরহাদ প্রমুখ।
এ সময় মিছিলকারীরা ফ্রান্সে মহানবী (সা.)-এঁর ব্যাঙ্গচিত্র কার্টুনে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানান। এ বিক্ষোভ মিছিলে পাকুন্দিযার ধর্মপ্রাণ সর্বসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
CBALO/আপন ইসলাম