অনলাইন ডেস্ক:বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে ইতিহাসে নিজের নাম আরো পাকাপোক্ত করলেন ই-কমার্স আলিবাবার সহপ্রতিষ্ঠাতা ও চীনা কোটিপতি জ্যাক মা। রেকর্ড করা আইপিওতে (শেয়ার মার্কেটের প্রাথমিক প্রকাশ্য প্রস্তাব) ৩৪০ কোটি ডলারের বেশি সংগ্রহ করছে তাঁর আর্থিক প্রযুক্তি সংস্থা অ্যান্ট গ্রুপ।
প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির মাধ্যমে হংকং ও সাংহাই শেয়ার মার্কেট থেকে এই অর্থ উত্তোলন করা হয়।
ব্লুমবার্গ নিউজ অনুমান করেছে, এই শেয়ার বিকিকিনির ফলে ৫৬ বছর বয়সী জ্যাক মার সম্পদ গিয়ে দাঁড়াবে ৭১০ কোটি ডলারে, যা তাঁকে পরিণত করবে বিশ্বের শীর্ষ একাদশ ধনী ব্যক্তিতে।
সূত্র : সিএনএন