বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন সলঙ্গা বিদ্রোহ দিবসে সলঙ্গাকে উপজেলা করনের দাবি বক্তাদের গোপালপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মানিকগঞ্জে ‘অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাইফুল্লাহ, সম্পাদক শাহীন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর চৌহালীতে একজন কর্মকর্তা দিয়ে চলছে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

স্বপ্ন ও এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে আসছে অপো এ৬

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ

ও’ ফ্যানস ফেস্টিভালে নিজেদের আসন্ন ফোনটি নিয়ে আসতে যাচ্ছে অপো। নতুন প্রজন্মের কথা বিবেচনা করে এটি নিয়ে আসা হচ্ছে। যারা কৌতুহলি, আশাবাদী ও প্রত্যাশায় ভরপুর জীবনে সামনে এগিয়ে যেতে চায়, তাদের জন্য এই স্মার্টফোনটি নিয়ে আসা হচ্ছে। এই ফোনটি এমন এক প্রজন্মের জন্য, যাদের কৌতূহল নিয়ে ঘুম ভাঙে, প্রতিটি সকালেই যারা নতুন আশায় বাইরে পা রাখে, এবং সামনে পথটা মসৃণ না হলেও থেমে না গিয়ে এগিয়ে চলে।
ডিভাইসটির মূল আকর্ষণ হলো এর রঙ, যা শান্ত সোনালী আবরণের মধ্যে অরোরার মতো। এর ম্যাট ফিনিশিং টেকনিক, লেয়ারড ইউভি ইনার প্যাটার্ন, উন্নত কোটিং প্রসেস ও মাল্টি-লেভেল ইঙ্ক অ্যাপ্লিকেশনের ডিজাইন আলো ধরার সাথে সাথে সূক্ষ্মভাবে পরিবর্তিত হয়। এর স্মুথ ও স্কিন-ফ্রেন্ডলি ফিল তরুণদের ভেতর থেকে আত্মবিশ্বাস জোগায়। ঠিক যেভাবে তরুণ স্বপ্নবাজরা ভিন্ন ভিন্ন মুহূর্তে ভিন্নভাবে জ্বলে ওঠে, খুঁজে দেখে, চেষ্টা করে, ব্যর্থ হয়, আবার বড় হয়।
গভীরতা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে ডিভাইসটির দ্বিতীয় রঙটি নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে ম্যাট টেক্সচার, যা স্ক্র্যাচের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে দীর্ঘসময় টিকে থাকতে সক্ষম; শত প্রতিকূলতার মাঝেও যা নিরবে টিকে থাকে। এটি যেন তাদের সেই মানসিকতা যারা থামে, পর্যবেক্ষণ করে, আলাদা করে ভাবে, তারপর নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যায়।
এই ডিভাইসটি তৈরি হয়েছে সেই তরুণদের ছন্দ অনুযায়ী, যারা সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। তাদের সবসময় হয়তো কোনো নির্দিষ্ট পরিকল্পনা থাকে না, কিন্তু লক্ষ্য থাকে। তারা সূর্যাস্তের ছবি তোলে নতুন কল্পনা শুরু করে, বন্ধুদের সাথে হঠাৎ হাঁটতে বের হয়, ক্লাসের মাঝে নোট লিখে রাখে, এবং থেমে না থেকে এগিয়ে চলে। নিজেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নয়, বরং তাদের বিকশিত পরিচয়কে পরিপূর্ণ করতে; এটি সূর্যোদয়ের মতো, কিন্তু সম্ভাবনায় পরিপূর্ণ।
উপকরণ ও নির্মাণপ্রক্রিয়া অপোর এই ডিজাইন ভিশনকে বাস্তবে রূপ দিয়েছে। ম্যাট ফিনিশ ঝলক কমিয়ে দেখায় আরামদায়ক, আর ভিতরের স্তরযুক্ত প্যাটার্ন ডিভাইসের বাহ্যিকতায় গভীরতা যোগ করে। একাধিক কোটিং এটিকে দীর্ঘদিন পরিষ্কার ও স্থিতিশীল রাখে। প্রিমিয়াম ফ্রস্টেড-গ্লাস ধরনের স্পর্শ ব্যবহারকারীর হাতে আনে নিশ্চিত ও আরামদায়ক অনুভূতি।
প্রাকৃতিক দর্শনের ওপর ভিত্তি করে এর উপাদান ও কারিগরি দিকগুলো বাছাই করা হয়েছে। যেখানে এর একাধিক আবরণ দীর্ঘস্থায়ী স্বচ্ছতা নিশ্চিত করে। প্রিমিয়াম ফ্রস্টেড গ্লাসের মতো ডিভাইসটি স্বস্তিদায়ক অনুভূতি নিশ্চিত করে। ডিভাইসটি নিয়ে আসার পেছনে মূল কারণ হিসেবে রয়েছে ‘পাওয়ার টু গো বিয়ন্ড’ ধারণা।
ভোরের অভিযান থেকে রাতের নীরব মুহূর্ত, বন্ধুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া থেকে শুরু করে দিনশেষের আকস্মিক চিন্তা পর্যন্ত—এই ডিভাইসটি তরুণ ব্যবহারকারীদের জীবনধারার সাথে স্বাভাবিকভাবে অভিযোজিত হতে তৈরি করা হয়েছে। শক্তিশালী ডিজাইন ও নির্ভরযোগ্য পারফরম্যান্স ব্যবহারকারীদের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেয়, যা ব্যস্ত ও সক্রিয় দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।
সকালের অ্যাডভেঞ্চার থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করা, যাই হোক না কেন, ডিভাইসটি তরুণদের যথার্থ সঙ্গী হতে প্রস্তুত। ও’ ফ্যানস ফেস্টিভালকে সামনে রেখে এই অনবদ্য ডিভাইসটি নিয়ে আসতে যাচ্ছে অপো, যা বিদ্যমান প্রযুক্তিকে ছাড়িয়ে যেতে প্রস্তুত।
বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/ বা অপোর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর