বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন ; আটোয়ারীর সাজ্জাদ সেলিম জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৯:৫৩ পূর্বাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

“ মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” শ্লোগানে সারা দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। আলোচনা সভায় দিবসটি উদযাপনের গুরুত্ব সম্পর্কে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, তেতুলিয়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল মান্নান বীর প্রতিক, পঞ্চগড় সদর কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী ও ইউপি চেয়ারম্যান মোঃ নূর ইসলাম নুরু, দেবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব আ.স.ম নুরুজ্জামান, বোদা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ইমরান আল আমিন প্রমুখ।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন,সারাদেশে অপরাধ প্রবনতা কমাতে এবং পুলিশের কার্যক্রম সার্বিক সহায়তার জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চলমান রয়েছে। ছোটখাট সাধারণ অপরাধ এবং ক্ষয়-ক্ষতির মাত্রা অনুপাত বিবেচনা করে অপরাধী এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তির সম্মতিতে মিমাংসাকরণ, দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে ,সামাজিক শান্তি ও শৃক্সখলা প্রতিষ্ঠায় এবং সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য গ্রামে, ইউনিয়নে,পৌরসভা, উপজেলা,জেলা, সিটি কর্পোরেশন, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা কাজ করছে। সামাজিক শান্তি-শৃক্সখলা প্রতিষ্ঠায় এবং জনসেবার মান বৃদ্ধির চাহিদা থেকেই কমিউিনিটি পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যবস্থার সুফল মানুষ পাচ্ছে। বিভিন্ন ধরনের অপরাধ দমন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সাধারণ অপরাধের ক্ষেত্রে পুলিশিং কমিটির সদস্যরা সামাজিকভাবে সমাধানের পথ খুজে বের করে নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করছে। তাই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সময়ের চাহিদায় প্রতিষ্ঠিত হয়েছে।

 

এছাড়া মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, জেলা পুলিশ সকল সময়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার পাশেই থাকবে। আলোচনা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ,বাংলাদেশ ,ডক্টর বেনজীর আহমেদ বিপিএম(বার) এঁর পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ পঞ্চগড় জেলার শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং সদস্য আটোয়ারী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি মোঃ সাজ্জাদ সেলিম এবং পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে পঞ্চগড় সদর থানার এসআই মোঃ কাইয়ুম কে আনুষ্ঠানিকভাবে সম্মননা স্মারক সহ সনদপত্র প্রদান করা হয়। সাজ্জাদ সেলিম সম্মননা স্মারক ও সনদপত্র গ্রহন করে আইজিপি ড. বেনজীর আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর