যে কর্মে যাই দেখিতে পাই শুধু বিবেকের দংশন
সত্য ন্যায়ের কর্ম খুঁজিয়া পাই শুধু অসত্যের বন্ধন ।
জীবন থেকে হারিয়ে যাওয়া শ্রষ্ঠার আদেশ নিষেধ বানী
তাইতো আজি খুঁজে ফিরি কে লিখবে মোদের জীবনী ।
কবিতার ছন্দে লিখি আনন্দে জীবন গ্রন্থের নেই পান্ডলিপি
জগৎ প্রজন্ম শুধুই অনন্য জ্ঞান বিজ্ঞানের গড়ে উচ্চ সিঁড়ি ।
ভাবনার অন্তরালে সময়ের সমকালে কি পেয়েছি মোরা বলো ?
অযথাই সময় ফুরিয়ে যায় নিঃশ্বাসের দুয়ার খুলে এবার চলো ।
আয়ু হলে শেষ বিদায়ী বেশ গন্তব্যের যাত্রা হবে অনন্তকাল
সব হারিয়ে তাই কর্ম খুঁজে পাই সকলে মিলে শান্তি চলার ।
CBALO/আপন ইসলাম