পশ্চিমা এই বিশ্ব এখন
হাঁটছে ধর্ম যুদ্ধে।
ইসলাম হলো সত্য দিন
মানতে থাকছে ক্রুদ্ধে।
হিংসা ঘৃণা হতাশ করায়
ওদের এখন লক্ষ্মণ।
সত্যদিনে আসতে বাঁধা
করবে গ্রাস ভক্ষণ।
আল্লাহ পাকের প্রেরিত
নবী (সাঃ)-কে মানবে না।
আসমানী ওই কিতাব টাকে
ওরা কখনো জানবেনা।
কাবা শরীফ আল কোরআন
ওদের চোখের বিষপান।
ফেরাউনের চ্যলা ওরা
কোথায় পাবে সঠিক জ্ঞান।
আল্লাহ ব’লে মানতে নারাজ
তবে; ইশ্বর মানে একজন।
তার ভেতরে রদবদল আর;
প্রভূ তাদের শত-জন।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
এই কাম্য মোদের না।
যার ধর্ম সেই মানুক
বাড়াবাড়ি ভালো না।
ধর্ম যুদ্ধে চলে আসে
রাজনৈতিক আচরণ।
রাজনৈতিক যুদ্ধ এখন
করছে বিরাজ-বিচরণ।
ধর্ম নয় বর্ণ নয়
বরং চাই সক্ষতা।
সবাই মোরা সবার ত’রে
এটাই হোক দক্ষতা।
CBALO/আপন ইসলাম