মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ই-পেপার

ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৯:২০ অপরাহ্ণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে বৃহস্পতিবার দু’দফায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫ টায় ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা। দলটির কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ডা. সিরাজুল ইসলাম সিরাজী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন। শুক্রবার জুম্মার নামাজের পরে প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করার ঘোষনা দেয়া হয়। একই সাথে ঔষধ কোম্পানীসহ সকল ধরনের ফরাসী পন্য বর্জনের ঘোষনা দেয়া হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর কুশ পুত্তলিকায় জুটাপেটা ও আগুন দেয়া হয়।  এর আগে সকাল ১০ টায় বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন এর আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকাল ১১ টায় সংগঠনের আমীর মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের নেতৃত্বে কয়েক হাজার মুসলিম জনতার অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর