কে,এম আল আমিন :
বহু প্রতিক্ষিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহ:বার( ২৯ অক্টোবর) সম্পন্ন হয়েছে। সম্মেলনে আব্দুল হাদি আল মাজি জিন্না ১৭২ ভোট পেয়ে পূণরায় সভাপতি এবং আবুল কালাম আজাদ হৃদয় ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আ’লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সাখোয়াত হোসেন সুইট, আব্দুস সামাদ তালুকদার, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান খান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ উপজেলার সকল আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৩ সালের ১০ জুন রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। দীর্ঘ ৮ বছর পর তৃণমুলের ভোটে নেতা নির্বাচিত করায় কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
CBALO/আপন ইসলাম