মো:আনোয়ার হোসেন:
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি।”এই শ্লোগানে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল বুধবার (২৮/১০) সকালে UGIIP-III প্রকল্পের আওতায় নবীনগর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয় । র্যালি উদ্বোধন করেন মেয়র এড. শিব শংকর দাস । র্যালিটি নবীনগর সদর বাজার সহ বিভিন্ন সড়ক পরিদর্শন করেন । এই সময় আরো উপস্থিত ছিলেন, পৌর সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, হিসাব রক্ষন কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জামালী মোস্তফা, আব্দুল মোমেন, মনির হোসেন, গিয়াস উদ্দিন, বজলুর রহমান, বিল্লাল হোসেন, সকল কাউন্সিলর, সাংবাদিক সহ কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন।
মেয়র এড.শিব শংকর দাস বলেন, জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে নবীনগর পৌরসভা শতভাগ স্যানিটেশন রয়েছে। মহামারি করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে মাস্ক পরতে হবে, বাড়ির আঙ্গিনা পরিস্কার সহ কিছুক্ষন পর পর সাবান দিয়ে হাত ধুইতে হবে এই হোক আমাদের অঙ্গীকার ।
CBALO/আপন ইসলাম