মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগর উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার সকালে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সরকার ও জাইকা’র উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ কম্পিউটার বিতরণ করা হয়। বিতরন উপলক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা পিআইও রুবেল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহামুদুর রহমান রিজভী, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মফিজ উদ্দীন, খাঁন এ কামাল, বিকাশ কপিল রায়, মোহাম্মদ আলী, জাইকার প্রজেক্ট অফিসার মো. আলমগীর হোসেন প্রমূখ।
পরে উপজেলার সিদ্দিপাশা ইন্সিটিটিউশন, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়, মাগুড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, কোদলা মাধ্যমিক বিদ্যালয়, গাবুখালী মাগুড়া ইউনাইটেড কলেজ, বাশুয়ারী সিনিয়র আলিম মাদ্রাসা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বর্ণী বিছালি মাধ্যমিক বিদ্যালয়, চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসা, নাউলি গোপিনাথপুর মিলনী দাখিল মাদ্রাসা তে কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়।
CBALO/আপন ইসলাম