মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

ই-পেপার

ধোবাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ক্রসবিডের ৭৬ টি গরু বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৮:২২ অপরাহ্ণ

ধোবাউড়া প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে ৭৬টি গরু বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ,সকাল ১১ ঘটিকার সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এসব গরু বিতরণ করা হয়। আয়োজিত গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। প্রধান অথিতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, কোনো জাতিগোষ্ঠী যেন পিছিয়ে না থাকে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সহায়তা এ প্রকল্প গ্রহণ করেছে।

 

এ প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাবলম্বী হবে এবং তাদের মধ্যে সচ্ছলতা ফিরে আসবে এবং জীবনমান উন্নত হবে। যা কাঙ্খিত সোনার বাংলা গড়তে অবদান রাখবে। এছাড়াও স্থানীয় প্রাণি সম্পদ বিভাগ ওই গরুর পালন ও চিকিৎসাসহ যাবতীয় বিষয় মনিটরিং করবে বলেও বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা (ভাইস) চেয়ারম্যান সেলিমা খাতুন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসতাক হোসেন উজ্জল,ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান এডুয়ার্ড নাপাক, ঘোষগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক,সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর