মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

ই-পেপার

কক্সবাজার জেলা যুবদলের গৌরবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৮:৪০ পূর্বাহ্ণ

জিয়াউল হক জিয়া চট্টগ্রাম ব্যুরো :

বাংলাদেশ জাতীয়তাবাদী কক্সবাজার জেলা যুবদলের গৌরবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সদর-রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন, ‘অনেক ত্যাগ আর রক্তক্ষরণের মধ্য দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদল গৌরবদীপ্ত ভূমিকা রেখেছিল, তা অবৈধ সরকারের দুঃশাসনে অপহৃত হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অতীতের মতো সাহসী ভূমিকা রাখতে হবে।’ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে জেলা বিএনপি’র কার্যালয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।

 

শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পড়ে একদলীয় শাসনব্যবস্থা প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে।’ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘অনেক হয়েছে। এভাবে আর চলতে পারে না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই অবিলম্বে পদত্যাগ করুন, অবিলম্বে জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের উত্তাল ঢেউ সৃষ্টি হবে, সেই ঢেউয়ে আপনারা সবাই ভেসে যাবেন। জেলা যুবদলের সভাপতি অ্যাড. সৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি মো. রফিকুল ইসলাম,

 

পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সানা উল্লাহ আবু, পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল, সদর যুবদলের আহবায়ক আকতারুজ্জামান লাভলু।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর