সলঙ্গা প্রতিনিধি :
সুষ্ঠ,সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) সলঙ্গা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো: আব্দুল করিম সরকার (ভোলা) ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছেন ২৬ ভোট। সাধারন সম্পাদক পদে মো: মোস্তাফিজুর রহমান মুকুল ৪৫ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। নিকটতম প্রতিদ্বদ্ধী মো: আব্দুর রাজ্জাক পেয়েছেন ২৩ ভোট। সহ- সভাপতি পদে মো: রাশেদুল ইসলাম ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মো: শহিদুল ইসলাম রানা ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাদক্ষ পদে মো: হাফিজুর রহমান ৬১ সর্ব্বচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়।
এ ছাড়াও ৪ জন কার্যকরী সদস্য ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সকা
ল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সলঙ্গা সাব রেজিষ্ট্রার খালেদা সুলতানা নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
CBALO/আপন ইসলাম