বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
রামগড়ে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে করোনাভাইরাস থেকে বিশ্বের মুক্তির প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাস্থ্যবিধির কারণে এবার বিসর্জনের পরিসর ছোট করা হয়। বিজয়া-শোভাযাত্রাও হয়নি।
২৬ অক্টোবর সকালে দশমী বিহিত পূজার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর বিকালে রামগড় ফেনী নদীতে দর্পন বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
দোলায় চড়ে মর্ত্যে আসা দেবী দুর্গার বিদায়ের সুর। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনায় শেষ হলো দশমীর আচার-অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে ছিল না উৎসবের বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। তবে সীমিত পরিসরে সিঁদুর খেলার আয়োজন করা হয়েছে। দেবীর চরণে সিঁদুর দিয়ে জগতের কল্যাণ চাইলেন ভক্তরা।
শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারি জানান,মহামারিকে সামলে পূজার আয়োজন করা চ্যালেঞ্জিং ছিলো।করোনা ভাইরাসের কারণে এবার বিজয়া-শোভাযাত্রাসহ জনসমাগম না করায় বিসর্জনে তেমন আয়োজন রাখা হয়নি।তবে সুষ্ঠু ভাবে পূজার আয়োজন সম্পন্ন হতে ভূমিকা রাখায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান।
CBALO/আপন ইসলাম