মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম ও উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। জানা যায়, চলমান ২০২০-২০২১ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল হতে টিআর/কাবিখা কর্মসূচির আওতায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম কর্তৃক মসজিদ, মন্দির, কবরস্থান ও রাস্তার উন্নয়ন প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম