মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ হলরুমে রোববার বেলা ১১ টায় জাতীয় শ্রমিক লীগ পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলন শ্রমিক লীগে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজু, উল্লাপাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আঃ লীগের সভাপতি রাশেদুল হাসান রাশেদ, পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন সরকার,পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া সহ প্রমুখ। জাতীয় শ্রমিক লীগ পূর্ণিমাগাঁতী ইউনিয়ন সম্মেলনে উল্লাপাড়া উপজেলা সভাপতি মোঃ আব্দুস সামাদ সরকার পতাকা উত্তোলন করে উদ্বোধনী বক্তব্য দেন।
অনুষ্ঠানে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান শ্রমিক লীগের কমিটিতে যেন জামায়াত বিএনপির কোন নেতাকর্মী স্থান না পায় সে দিকে সকলের খেয়াল রাখতে হবে। তিনি আরো জানান আঃ লীগ হতে হলে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে। যারা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী নয় তাদের আঃলীগের কমিটিতে স্থান দেওয়া যাবে না।
CBALO/আপন ইসলাম