মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক মটরসাইকেল চালককে ২০ হাজার জরিমানার টাকা গুনতে হয়েছে। সুত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪ ধারা লক্সঘনের অপরাধে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে আলভী আল নোমান (২০) কে ২০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আটোয়ারী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন। দন্ডাদেশের সমুদয় অর্থ পরিশোধ করে মটরসাইকেল সহ চালক মুক্তি পেয়েছে।
CBALO/আপন ইসলাম