এ সময় উপজেলা আওয়ামী লীগের সি-সহ সহ-সভাপতি আ: লতিফ, শাহাদাৎ হোসেন স্বাাাধী, জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, মুজিবুর রহমান শাজাহান , আঃ রাজ্জাক লাল মিয়া,যুগ্ম সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার,সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,মজিবর রহমান জোয়াদ্দার, তাহিজল হক তারা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুুুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। পরে ৩ বৎসরে জন্য জবান আলী সাবেক মেম্বার কে সভাপতি ও মোস্ততাফিজুর রহমান কমল কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
CBALO/আপন ইসলাম