মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
২৫ শে অক্টোবর রোজ রবিবার যশোর জেলার অভয়নগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহা নবমীর দিনে উৎসবের আমেজ বিরাজ করছে । রবিবার সন্ধ্যার পর অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা মালোপাড়া, প্রেমবাগ গাদগাছি, পুরাটাল ও মাগুরা মন্ডপ পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হুসেইন খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও কৃষক লীগের সভাপতি আনিসুর রহমান ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বি আর ডি বি এর চেয়ারম্যান আবু তাহের মোল্ল্যাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পূজা মন্ডপ পরিদর্শন কালে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার সকলকে বিশ্ব মহামারী করোনা ভাইরাস সম্পর্কে অবহিত করেন এবং মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করেন । এছাড়া সকলকে শারীরিক দূরত্ব বজায় রেখে পূজা অর্চনা করার প্রতি আহ্বান জানান।তাছাড়া লক্ষ্য করা যায় অভয়নগরের পূজামণ্ডপ গুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
CBALO/আপন ইসলাম