মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

ই-পেপার

“সিংদই সুশিক্ষা প্লাটফর্ম”র আয়োজনে মাদক ও ধর্ষণ বিরুধী মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও ইউনিয়নে “সিংদই সুশিক্ষা প্লাটফর্ম”র আয়োজনে ও সিংদই টাইগার ক্লাবের সার্বিক সহযোগিতার মাদক ও ধর্ষণ বিরুধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় সিংদই মোড় বাজার সংলগ্ন মানববন্ধনে সিংদই ও পাশ্ববর্তী এলাকার যুবক বয়োবৃদ্ধ ও সচেতন মহলের শতশত জনগন মাদক ও ধর্ষণ বিরুধী বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
হাফেজ মোঃ এখলাছ উদ্দিন এর কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে ও মেনায়েম হোসান বাবুলের সভাপতিত্বে মক্তব্য রাখেন- সিংদই টংগীরচর নুরে জামে মসজিদের ইমাম আব্দুল কাদির,সিংদই টাইগার ক্লাবের সভাপতি অনিক হোসাইন মন,প্রকৌশলী মুফলিহুর রহমান মিম,সহকারী কৃষি শিক্ষক আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত জনতা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে ধর্ষনের রায় মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং বক্তারা অনতিবিলম্ব তা কার্যকর করার জন্যে জোর দাবি জানানো হয়।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর