সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

ই-পেপার

অর্থাভাবে দুর্গাপুজা থেকে বঞ্চিত সলঙ্গার জেলে সম্প্রদায়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণ

কে,এম আল আমিন :

একেতো মহামারী করোনা তার উপর আবার সরকার ঘোষিত মাছ ধরা নিষিদ্ধ, কর্মহীন হয়ে এমন চরম আর্থিক সংকটে অর্ধাহারে – অনাহারে ভুগছে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের জেলে সম্প্রদায়। এলাকার যারা মাছ ধরার পেশায় নিয়োজিত বর্তমানে তাদের আগের মত রোজগার নেই। দুর্গা পুজা উৎসব করার প্রবল ইচ্ছা থাকলেও তারা অর্থের কাছে হার মানতে বাধ্য হচ্ছে।শুধু পুজাই নয়, অর্থাভাবে তারা এখন মানবেতর জীবন যাপন করছে। জেলে সম্প্রদায়ের বসবাসরত এলাকা হিসেবে পরিচিত নলকা ইউপির এরান্দহ মাঝিপাড়া, যাকে হালদারপাড়া বলা হয়। হালদার পাড়ার যতি হালদার,সুচিত্র হালদার,শচিন হালদার,নিতাই হালদার,ধীরেন হালদার,বিমল হালদার, পামোছা হালদার বুদ্ধিস্বর হালদার সহ অনেকেই জানান,তাদের এই মাছ ধরার পেশায় আগের মত আর আয় রোজগার আর নেই।

 

খুব কষ্টে সংসার চালাতে হয়। দ্রব্য মুল্যের উধ্বগতিতে পরিবার নিয়ে খুব কষ্টে সংসার চালাতে হয়। আক্ষেপ করে অনেক হালদারই বলেন,অভাবের তাড়নায় আমরা দুর্গোৎসব হতে বঞ্চিত হলাম। নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার জানান,আমার ইউনিয়নে কয়েকটা মন্ডপে পুজা উদযাপন হচ্ছে। আমার পরিষদের পক্ষ থেকে সাধ্যমত তাদের আর্থিক সহযোগীতা করেছি। হালদার পাড়ায় দুর্গাপুজা অনুষ্ঠিত হলে তাদেরকেও আমার সাধ্যমত আর্থিক সহযোগীতা করতাম।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর