মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

ই-পেপার

রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন চলবে-মানববন্ধনে বক্তারা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৯:৫৭ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি:
সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদকে হত্যার প্রতিবাদে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ঘোষিত ৩ দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরীর মদিনা মার্কেট প্রাঙ্গনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, স্থানীয় মুরুব্বী শওকত আহমদ, রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
রায়হান হত্যার প্রতিবাদে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, শাহজালালের পদধুলিধন্য পূণ্যভূমি সিলেটকে রায়হান হত্যার মাধ্যমে রক্তে রঞ্চিত করা হয়েছে। সিলেটের সচেতন মানুষ বেঁচে থাকতে এ রক্ত বৃথা যেতে দেবে না। রায়হানকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর মুখে যারা ঠেলে দিয়েছেন তাদের রেহাই নেই। তাদের ফাঁসি না দেয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। কিন্তু আমরা সহিংস আন্দোলনে বিশ্বাসী নই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা রায়হান হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন করে যাব।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর