মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

ই-পেপার

পূজা মন্ডবে গিয়ে মহা অষ্টমীতে অঞ্জলি দিলেন–এমপি রমেশ চন্দ্র সেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ও তার সহধর্মিনী শ্রী মতী অঞ্জলি সেন। ২৪ অক্টোবর (শনিবার) সকালে রুহিয়া থানার রামনাথহাট শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দিরে দেবী দূর্গার প্রতি অঞ্জলি অর্পন এবং আনুষ্ঠানিকভাবে পুজা সম্পন্ন করেন। পুজা পরিচালনা করেন পুজারী লালু ঠাকুর ও দেবাশীষ ঠাকুর।
এ সময় এমপি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজ খবর নেন ও শারদীয় দূর্গা পুজার শুভেচ্ছা জানান। তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে পূজা উৎযাপন করার আহবান জানান।
হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলো শারদীয় দুর্গোৎসব। গত বুধবার বোধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়।
আজ শনিবার মহা অষ্টমী। দেবী পূজার ষষ্ঠী থেকে দশমী, এর মধ্যে মহা ধুমধামে পালিত হয় মহা অষ্টমী। এ তিথিতে সন্ধী পূজা, কালী পূজাসহ নারী জাতিকে সম্মান জানিয়ে মায়ের সাকার উপাসনার জন্য কুমারী পূজা করা হয়। করোনা প্রার্দুভাব রোধে জনসমাগম এড়াতে কুমারী পুজা এবার হচ্ছেনা।
এ বছর দুর্গা এসেছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন গজে (হাতি) করে। আগামী সোমবার বিজয়া দশমী পর্যন্ত ঢাকের বাদ্যে মুখরিত থাকবে পূজামণ্ডপগুলো।
এসময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ ওসি চিত্ত রঞ্জন রায়, ২০নং রুহিয়া ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রামনাথহাট পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রাম কৃষ্ণ রায়, রুহিয়া থানা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, রামনাথহাট পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বীরেন্দ নাথ বর্মন ও যুগ্ন সম্পাদক কামিনী রায় প্রমুখ।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর