মোদের করেছেন শেষ নবীর উম্মত।
নবী মোদের সারা জীবন সয়ে গেছেন কষ্ট
এজন্যই মোদের নবী দো’জাহানে শ্রেষ্ঠ।
নবী মোদের আজো রওজায় শুয়ে কাঁদেন
উম্মত আজো রবের নাফরমানীর মাঝে।
যদি পেতে চাও হাউজে কাউসারের পানি
গুনাহমুক্ত জীবন গড়ো হয়ে যাও দামি।
যদি করো উম্মত হয়ে নবীর কটুক্তি
কিভাবে আশা করো জাহান্নাম থেকে মুক্তি।
———————————————————–
মোঃ রাশিদুল ইসলাম তরফদার
শিক্ষার্থী, তাকমিল।