রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সাগরে নিম্নচাপের কারনে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ নৌ-রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বরিশাল অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপ¶ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র অফিস পরিদর্শক মো. কবির হোসেন।
বিআইডব্লিউটিএ’র অফিস সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল থেকে ৬৫ ফুটের নিচের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া পরিস্থিতি আরো দূর্যোগপূর্ণ ও নদী বেশি উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ ১২টি নৌ-রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
CBALO/আপন ইসলাম