মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

ই-পেপার

নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১০:৫০ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
“মুজিব বর্ষের শপথ,সডক করব নিরাপদ” এই পতিপাদ্য কে সামনে রেখে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় এ উপলক্ষে নড়াইলে জেলা প্রশাসক এবং বিআরটিএ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো ইমারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হোসেন, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
এছাড়া বিআরটিএ নড়াইল সার্কেল এর সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি ইনামুল হক টুকু, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সঞ্চিতা হক রিক্তা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর সদস্য এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যরা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলা করতে এবার র্যালি না করে সীমিত আকারে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম তাঁর বক্তব্যে নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এবং আরো সর্তক হয়ে সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশকে সড়ক দুর্ঘটনা মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর