কে,এম আল আমিন :
এবারের দীর্ঘ মেয়াদী বন্যায় এতদিনে পানি একটু একটু করে নামতে থাকায় রায়গঞ্জ-সলঙ্গার বিভিন্ন এলাকার উচু জমি হতে এবং ছোট খাটো খাল-বিল, জলাশয়, ডোবা-নালা হতে মাছ ধরার উৎসবে ব্যস্ত অনেকেই। যার কারনে এখন গ্রাম এলাকার হাট-বাজার গুলোতে ছোট মাছ অনেকাংশেই সস্তা। সরকারি নির্দেশ অমান্য করে,মৎস্য কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা বেড় জাল বা খরা জাল,সুঁতি জাল দিয়ে নদী,বিল,খাল হতে মাছ ধরে ডালি ও বড় পাতিলে করে বাড়ী বাড়ী গিয়েও মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে।
এদিকে বানভাসীদের যার যার বাড়ির আশেপাশে জমি,খাল,জলাশয়,ডোবা- নালা হতে বন্যার পানি নামতে থাকায় তাদের নিজস্ব মাছ ধরার উপকরণ দিয়ে অবসর সময়ে নিজে শখ বশত: মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই।
CBALO/আপন ইসলাম