সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে ১২৩ জেলের কারাদন্ড, ৭৮ হাজার মিটার জাল পুড়ে ছাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৬:০১ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে এক সপ্তাহে সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে চৌহালী ও বেলকুচি উপজেলায় অভিযানে ৯০ জেলেকে এক বছর ও ৩৩ জেলেকে ১৪ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসকল অভিযানে ৭৮ হাজার কারেন্ট জাল ও ১০৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী রাইজিংবিডিকে এতথ্য নিশ্চিত করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদন্ড দেন।

 

দন্ডপ্রাাপ্তদের মধ্যে ৫৭ জনের নাম পরিচয় পাওয়া গেছে, এরা হলেন, খলিলুর রহমান, মনিরুল ইসলাম, সুমন, আব্দুল হাকিম, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, রফিকুল শিকদার, আব্দুস সালাম, আব্দুস সোবাহান, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল, আব্দুল আলীম, আব্দুল আওয়াল, আমিরুল ইসলাম, লালটু, আলম মোল্লা, আরিফুল ইসলাম, বাদশা, আবদুল মতিন, মাঈন উদ্দিন, শাহাদাত হোসেন, হাসান আলী, আলম হোসেন, আবদুস ছালাম রুবেল হোসেন, লাল চান, হাসান আলী, বাবুল মিয়া, মোখলেছুর রহমান, সোনামিয়া, আলমগীর হোসেন, ইসমাইল হোসেন, শাহ আলম, দেলোয়ার হোসেন, নাছির, ইসমাইল হোসেন, মোয়াজ্জেম আলী, সেরাজুল ইসলাম, আমিরুল ইসলাম. আবদুল মালেক, শফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম, সাইদুল ইসলাম, কাউসার আলী, ইউসুব আলী, রাজু, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ, আশরাফুল ইসলাম, সওদাগর, হযরত আলী, আরশাদ আলী, আলী হাসান, আব্দুল আলীম,আব্দুল আওয়াল।

 

পরে তাদেরকে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। চৌহালী উপজেলার ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে রাত-দিন যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান চালিয়ে ৯০ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অপরদিকে, বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৩ জেলেকে আটকের পর প্রত্যককে ১৪ দিন করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন বলেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধ দিয়েছে সরকার। সরকারি নির্দেশে নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার চেষ্টা করলেই সরকারী নির্দেশে কারাদন্ড পেতে হবে জেলেদের।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর