বাবুল আকতার খান শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
শাহজাদপুরের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, রবীন্দ্র গবেষক, লেখক, সংস্কৃতিজন ও বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর নাছিম উদ্দিন মালিথা’র স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার বিকেল ৪টায় শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে প্রয়াত শিক্ষাবিদ প্রফেসর নাছিম উদ্দিন মালিথা’র স্মরণে শোকসভা আয়োজন কমিটির উদ্যোগে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ নাগরিক শোকসভা পালিত হয় । শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কর্মের প্রতি আজীবন নিষ্ঠাবান জ্ঞানতাপস এ শিক্ষকের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে এ শোকসভার আয়োজন করা হয় । শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ,এম, আব্দুল আজিজের সভাপতিত্বে এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রফেসর আজাদ রহমান ।
বিশেষ অতিথি ছিলেন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রফেসর মালিথার জন্মভূমি রাজশাহী বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, স্যারের ভাই শামছুল হক মালিথা, স্যারের ছেলে চ্যানেল আইয়ের সিনিয়র রিপোটার চকোর মালিথা প্রমূখ। এছাড়াও এ অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ২৫ দিন ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১০ অক্টোবর প্রফেসর নাছিম উদ্দিন মালিথা (৭৪) মৃত্যু বরণ করেন ।
CBALO/আপন ইসলাম