মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:১০ অপরাহ্ণ

মো:দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
এবারেও দূর্গা পূজায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায়  শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।বুধবার (২১ অক্টোবর) দুপুর থেকে ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সনাতন ও ইসকন অনুসারীদের বিরোধের জেরে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশে ১৮৮ ধারা জারী করা হয়।

জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি ও কর্তৃত্ব দখল নিয়ে স্থানীয় হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এনিয়ে দু’পক্ষই মামলা দায়ের করে।

২০০৯ সালের ১৮ই সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী মারা যান। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছেন।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর