মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৬:৩২ অপরাহ্ণ

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা কমিটির ব্যানারে বুধবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক সরকার, সহসভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমও ইয়াসিন আলীসহ অন্যান্যরা।

বক্তাগণ মুজিববর্ষ উপলক্ষে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড নম্বরবিহীন মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অর্ন্তভুক্তকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্র ও ভবন নির্মাণসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান। তাঁরা আরো উল্লেখ করেন, আশ্বাসের পরেও দীর্ঘ দিনেও তাদের দাবি পূরণ না হওয়ায় তাদের অনেক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এমবতাস্থায় মানবিক কারণে হলেও জরুরী ভিত্তিতে তাদের দাবি পূরণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর