অনলাইন ডেস্ক:সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার কোটি ছয় লাখ ৪৮ হাজার পাঁচশ ৩৬ জন এবং মারা গেছে ১১ লাখ ২২ হাজার নয়শ ৯২ জন।
করোনাভাইরাসের জেরে বর্তমানে প্রায় সমস্ত শহরে বহু মানুষ একে অপরের থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলছে। তবে এবার ইতালির ছোট্ট জায়গা হ্যামলেটে দেখা গেছে এক অদ্ভুত ব্যাপার।
সেখানকার নরটস্কি নামক ছোট্ট একটি শহর এখন খবরের শিরোনামে। কারণ, সেখানে থাকেন জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪) নামে মাত্র দু’জন। কিন্তু তারা কঠোরভাবে মেনে চলেছেন করোনা বিধি।
সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই শহরে তাদের কোনো প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা কোনো ধরণের ঝুঁকি নিতে চান না। এই শফরটি পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত।
শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্ত্বেও সেখানে মাস্ক পরে থাকেন ক্যারোলি এবং নোবিলিও।
সূত্র : সিএনএন