আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের নড়াইল জেলা কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৯ অক্টোবর সোমবার লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ^রী কালিমাতা মন্দির প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পাপিয়া ব্যানার্জির সভাপতিত্বে বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, সহকারী কমিশনার ( ভূমি) রাখি ব্যানার্জি, কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সম্পাদক বাসুদেবস ব্যানার্জী,মানবাধিকার কর্মী বনানী বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী,এ্যাডঃ রমা রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি অর্পনা রানী বিশ্বাস, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিসদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম,কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ- সভাপতি মধূ সূদন শীল, সহ -সম্পাদক প্রভাষক রুপক মুখার্জী, রনজিত কুমার টিকাদার, শিক্ষক মৃঞ্জুনজয় দাস,বালা কমল কৃঞ্চ, পরিক্ষীত শিকদার, অলোক পান্ডে,পংকজ কুমার সরকার, প্রমুখ।
পরে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পাপিয়া ব্যানার্জি এ্যাডঃ রমা রায় কে সভাপতি এবং সোমা মুখার্জীহকে সাধারন সম্পাদক,আইন সম্পাদক সুইটি বিশ্বাস সহ ৪১ সদস্য বিশিষ্ট মহিলা ঐক্য পরিষদের জেলা কমিটির গুরুত্তপুর্ন পদ ঘোশনা করেন,বাকি সদস্যদের জন্য পাচ সদস্যর কোর কমিটি গঠন করা হয়,তারা সাত দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গটন করবেন। সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাপক মহিলাদের মতবিনিময় সমাবেশে রুপান্তিরিত হয়।
CBALO/আপন ইসলাম