মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ই-পেপার

মঈন আবদুল্লাহ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নির্বাচিত হওয়ায় আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়া কৃতী সন্তান সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ বাংলাদেশ কৃষক লীগের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলগি সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন. চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার, শফিকুল হোনে টিটু, উজ্জল লাহেড়ী, কৃষক লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিযাবাত, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের নাতী ও সাবেক চীফ হুইপ, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মেঝ ছেলে।

সোমবার (১৯অক্টোবর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কার্যকরি কমিটিতে কৃষিবিদ সমীর চন্দ্র সভাপতি এবং অ্যাডভোটে উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করে একশো এগারো সদস্য বিশিষ্ট কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রদান করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর