খন্দকার মোহাম্মাদ আলী:
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী মুহিববুল্লাহ (৪৫) কে হত্যার হুমকী দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ মিডিয়া হাউসে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে একথা জানান মুফতি মুহিববুল্লাহ।
এসময় জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ মিরাজ মানসুর, থানা যুব আন্দোলনের নেতা মোঃ মাসুদুর রহমান, হাফেজ মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে মুফতি মুহিববুল্লাহ বলেন, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়াকান্দা পাড়া গ্রামের অলিউল্লাহ ওরফে অলি (২৭), আক্কাস (২৮) আব্দুল মমিন (৪০), নাসিরুল্লাহ নাসির (২৫) আমার উপর হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই। এনিয়ে আসামীরা বিভিন্ন সময় আমার ক্ষতি করার চেষ্টা করে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে আমি ৭ ধারায় মামলা দায়ের করি। এর মামলা দায়েরের পর থেকে তারা আরো ক্ষুব্ধ হয়।
গত ১৫ অক্টোবর আসামীরা আমাকে হত্যার হুমকী দেয়। এতে আমি আমার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি। এসময় সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম