কে,এম আল আমিন :
সলঙ্গা থানা সদর বাজারের প্রবেশ পথ তথা সলঙ্গা স্লুইচ গেইটের পশ্চিমে আলিমের হোটেল সংলঘ্ন চৌরাস্তা মোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ও চলতে থাকা অটো গাড়ির কাছে জিম্মি সলঙ্গা বাজারবাসী। অটো গাড়ির ড্রাইভারদের দাপটে চলাচল করতে অসুবিধা হয় সাধারণ ক্রেতা ও অন্যান্য যানবাহনের চালকদের। সলঙ্গা বাজারের প্রবেশ পথ, গার্লস স্কুল রোড,ফাজিল মাদ্রাসা রোড সহ চারদিকে যাবার একমাত্র সড়কের মিলন স্থান এটি। তাই এসব এলাকার সর্বসাধারণের জন্য এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন ধরে মাত্রাতিরিক্ত ভাবে বাড়তে থাকা বিদ্যুৎ চালিত অটো গাড়ির কারনে থানা সদর বাজারের এই প্রবেশ পথে সব সময় জ্যাম লেগেই থাকে। যার কারনে স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রীদের সময় মত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসাতে চরম বিঘ্ন ঘটে।
বাজারে কেনাকাটা করতে আসা অনেক লোকের সাথে কথা বলে জানা যায়, তারা বাজারের ভিতরে ঢুকতে গিয়ে অটো রিক্সার চাপে পড়ে অস্বস্থি বোধ করেন। কেউ আবার অটোর উপর বসে থাকতে থাকতে নানা বিড়ম্বনায় পড়ে যায়। একটা অটো থেকে নামার পরপরই আর একটা অটো তাকে ধাক্কা মারতে থাকে। এরকম হতে থাকলে দূর থেকে আসা অনেকেই এ হাটে কেনাকাটা করতে আসবে না। আবার কেউ কেউ হাট কমিটির ইজারাদারদের অব্যবস্থাপনা আর নীরব ভুমিকা বলেও অভিযোগ করেন। বাজারের অনেক ব্যবসায়ী একই ভাবে অভিযোগ করেন যে, অটো গাড়ির চালকরা এভাবে রাস্তায় অরাজকতা সৃষ্টি করায় আমরা দোকানের মালমত্র নিয়ে বাজারে ঢুকতেই পারি না।
আবার পাশের দোকানীরা বলেন, গাড়িতে যাত্রী উঠানো নিয়ে অটো গাড়ি চালকদের হাঁকডাক আর হৈচৈ এর কারনে আমরা সারাদিন অস্থির হয়ে থাকি,আমাদের দোকানে কেনাবেচাও কম হয়। দোকানীরা আরও অভিযোগ করেন,অটো চালকদের নিয়মের মধ্যে না আনলে এ সব ব্যবসায়ী দের বাজার ছেড়ে চলে যেতে হবে। তাই বাজার কর্তৃপক্ষ সহ স্থানীয় পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী মহল।
CBALO/আপন ইসলাম