টাঙ্গাইলের গোপালপুরে থানা পুলিশের আয়োজনে (১৯ অক্টোবর) সকালে থানা কার্যালয়ে, নবাগত ওসির মোশারফ হোসেন এর গোপালপুর থানায় যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গোপালপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, কমিটিং পুলিশের সভাপতি কে এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আবদুস সোবাহান তুলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, আরো উপস্থিত ছিলেন রওশন খান আইউব, আব্দুল লতিফ সিটি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার প্রমথ সহ গোপালপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
অপরদিকে নবাগত ওসির মোশারফ হোসেন এর যোগদানের পর ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এমপি ছোট মনির, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, সহ গোপালপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
CBALO/আপন ইসলাম