কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরে মেলান্দহ উপজেলার রিক্সাচালক আঃ মালেক (৩০) নিখোঁজের ৮ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ডুবুরী দল ।
সোমবার উপজেলার মুন্সি নাংলা বরখাল নদীর খাল থেকে আ:মালেকের লাশ উদ্ধার করা হয়। নিহত অটোচালক নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে ।
জানা যায়,গত ১২ অক্টোবর আঃ মালেক (৩০) রিক্সা নিয়ে জীবিকার তাগিদে মেলান্দহ বাজারের উদ্দেশ্যে অটো রিক্সা নিয়ে প্রতি দিনের মত গত ১২ অক্টোবর বের হন । এরপর থেকেই নিখোঁজ হন আ: মালেক, বহু খোঁজা খুঁজি করার পর না পাওয়ায় গত ১৩ অক্টোবর দুলালের স্ত্রী রিতা বেগম (২৪) মেলান্দহ থানায় জিডি করেন।
১৭ অক্টোবর নাংলা ইউনিয়নের নলকুড়ি গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে রিক্সাসহ শফিকুলকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তারকৃত শফিকুলের দেয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রেজাউল ইসলাম খান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের তথ্য অনুযায়ী তথ্যের ভিত্তিতে মুন্সীনাংলা দাঙ্গা বড় খাল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করার সময় পুলিশের উদ্ধোতন কর্মকর্তা সীমা রানী অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর, সিনিয়র সহ-কারী পুলিশ সুপার সার্ককেল (মাদারগঞ্জ) সামিউল আলম পিপি এম, অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান ও পুলিশি পরিদর্শক আ: মজিদ উপস্তিত ছিলেন লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
CBALO/আপন ইসলাম