চৌহিলী (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
“সমন্বিত ইঁদুর নিধন সুফল পাবে জনগন”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ জেরিন আহমেদের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ৷
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল, উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইদ্রিস আলী,সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সহ কর্মকর্তা কর্মচারি বৃন্দ ৷
CBALO/আপন ইসলাম