যেখানে হিংস্র জানোয়ার ছিঁড়ে খায় মানবতা
সেখানে বাস্তবতা এক মূল্যহীন শব্দ।
আমি বানানের তরজমায় শিখি ভুলের বানী কথা
এবং বাক্য শব্দার্থের পাঠ্যতে স্তব্ধ।
যেখানে কল্যাণ মঙ্গল অজস্র নিলামের সুর
সেখানে খুঁজে ফিরে হয়রান যথা”যজ্ঞ”দূর।
আমি সেখানে পুরোহিত শ্রেণির নাম ধরে ডাকি
এবং আর্চনার নামে বাদ বাকি সব ফাঁকি।
যেখানে স্বাধীনতা স্বাধীনতা মুখগহ্বর উত্তাল
সেখানে চোরছেঁচড়ের ভণ্ডামি হয় উজ্জ্বল।
আমি বিধির দর্পহারী শব্দ পড়ি পড়াতে নেই টান
এবং বাস্তবতার নিরিখে কণ্ঠে নেই গান।
CBALO/আপন ইসলাম