হতো যদি এমন
একগুচ্ছ ফুল
অন্যকে নয়,
তাকেই দেওয়া যেত।
হতো যদি এমন
ভালোবাসার রং,
অনূভবে নয়
তাকেই রাঙানো যেত।
হতো যদি এমন
মনের না বলা কথা
কল্পনাতে নয়,
তাকেই বলা যেত।
হতো যদি এমন
হৃদয়ের আকুলতা,
কথাতে নয়
নিরবে বোঝানো যেত।
হতো যদি এমন
স্বপ্নের মাধুরী,
কবিতাকে নয়
তাকেই বুঝানো যেত।
হতো যদি এমন
কল্পনার মাধুর্য,
দূরে থেকে নয়
কাছে এসে বোঝানো যেত।
মোছা: খাদিজা তরফদার
ভুঞাপুর, টাংগাইল।
CBALO/আপন ইসলাম