মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড় উপজেলায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৮:০২ অপরাহ্ণ

বেলাল হোসাইন(রামগড়)খাগড়াছড়ি:

‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’- এই স্লোগানে সারাদেশে একযোগে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ। একইভাবে খাগড়াছড়ির রামগড় থানার উদ্দ্যেগে ৫টি বিট পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ।রামগড়ে উপজেলার বল্টুরাম,নজিরটিলা,মাস্টারপাড়া, রামগড় ১নং ইউনিয়ন পরিষদ এবং পাতাছড়া ইউনিয়নের পৃথক পৃথক জায়গায় এই সব সভা অনুষ্ঠিত হয়।সভায় রামগড় থানার সাব ইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান এর সঞ্চালনায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)মনির হোসেন,রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম মজুমদার,পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এবং সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা।

 

সভাপতির বক্তব্যে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন,, সারাদেশে একযোগে আমরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ করছি। নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে। নারী নির্যাতন কিংবা যেকোনো অপরাধের তথ্য আপনারা আমাদের দেবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।’ এ সময় বক্তারা বর্তমান সময়ে দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, ধর্ষণ ও নির্যাতনরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নিজ নিজ অবস্থান থেকে সমাজে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর