মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৬:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:
“বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই স্লোগান কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে ১২টি ইউনিয়নে পৃৃথক পৃথক ভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে নাগরপুরের পাকুটিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ১১নং বিট (পাকুটিয়া ইউনিয়ন) পুলিশ এক আলোচনা সভার আয়োজন করে।

পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিদ্দিকের সভাপতিত্বে ও এএসআই মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. বাহারুল ইসলাম বাহার আরও বক্তব্য রাখেন, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শামিম খান, নায়েব আলী, নজরুল ইসলাম, কামরুন নাহার কাকলী, কাজী আবু বক্কর, জাহানারা বেগম, সাগর, সালাম খান, আইয়ুব আলী প্রমুখ।

সমাবেশে নাগরপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. বাহারুল ইসলাম বাহার বলেন, বিট পুলিশের উদ্দেশ্য হচ্ছে থানা থেকে দুরবর্তী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌছে দেওয়া। সেই সাথে স্থানীয়দের সহায়তায় মাদক, ইভটিজিং বাল্যবিবাহ সহ সকল প্রকার সন্ত্রাস বন্ধ করা। তিনি আরও বলেন, বিট পুলিশের সেবা পেতে কাউকে কোন প্রকার টাকা দিতে হবে না। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর