মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিবর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শহীদ মিনার চত্বরে উল্লাপাড়া মডেল থানার আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপল কুমার দাস পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ,এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধক্ষ্য জনাব সিরাজুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান শাহরিয়ার প্রমুখ ।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বক্তব্যে বলেন,ধর্ষণের শাস্তি এখন মৃত্যুদন্ড, নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। এ সময় তিনি আরও বলেন, ধর্ষনের মত যে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যাবে না। এছাড়া নারীরা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া উল্লাপাড়া উপজেলার ১৪টি ইঊনিয়নে বিট পুলিশিং এর কার্যালয়ে ও পৌরসভায় এর মাধ্যমে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ হয়েছে।
CBALO/আপন ইসলাম