মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে ধর্ষণের বিরুদ্ধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৬:২৪ অপরাহ্ণ

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সমাবেশ ডেকেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অনুষ্ঠিত হয়েছে নারী নির্যাতন বিরোধী সচেতনমূলক সভা।

১৭ অক্টোবর (শনিবার) সকালে ভূঞাপুর থানার বিট পুলিশিং এর উদ্যোগে উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্যাতন বিরোধী সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর পৌরসভা প্রাঙ্গণে ১নং বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানার সেকেন্ড অফিসার টিটু চৌধুরী, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৯নং খন্দকার জাহিদ হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা বেগম, রেখা চৌধুরী, সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন।

থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, আমরা দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে সৎ ও নিষ্ঠার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানীর মত যেকোন জঘন্য অপরাধের ব্যাপারে আমাদেরকে মোবাইলে ৯৯৯ হটলাইনে ও সরাসরি আমাকে জানাতে পারবে। এমনকি লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দায়ের করার সাথে সাথে আমরা তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেফতার করবো।

পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করায় আমি পৌরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে এই বেপরোয়া ধর্ষণের মত ঘৃণিত কাজ প্রতিরোধ ও দমনে সরকারের এমন শাস্তির বিধান সত্যি প্রশংসনীয়। আমার পৌর এলাকার নাগরিকের নিরাপত্তায় নিশ্চিত করতে ও ধর্ষণ, যৌন হয়রানীমূলক যেকোন অপরাধের সর্বোচ্চ শাস্তি পেতে সাহায্য করবো।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর